ব্যবহারকারীদের তথ্য নিয়ে ব্যবসা করছে গুগল!

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১১:৫৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে গুগল! এমন অভিযোগের ভিত্তিতে গুগলের বিরুদ্ধে তদন্ত করছে ইতালি।

 

জানা গেছে, গুগল ও অ্যালফাবেট বিরুদ্ধেই তদন্ত করা হবে। গত সপ্তাহেই ইতালির সাইবার সুরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

 

ব্যবহারকারীদের কাছে কিছু ক্ষেত্রে তথ্য ব্যবহারের অনুমতি চায় গুগল। অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীরা তথ্য ব্যবহারের অনুমতি দিয়ে দেন। অনেক ক্ষেত্রে ভুলভাবেও ব্যবহারকারীদের থেকে তথ্য চাওয়ার অনুমতি নেয় গুগল।

এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। শুধু গুগল নয়, তাদের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধেও চলবে তদন্ত। ইতালির নিয়ম অনুযায়ী, গ্রাহকদের অধিকার রক্ষা আইন লঙ্ঘিত হলে বড় অঙ্কের জরিমানা গুণতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। ৫ হাজার থেকে শুরু করে ১ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছে, গুগলের পক্ষ থেকে এই তদন্তে সহযোগিতা করা হবে। এই মামলা সংক্রান্ত সব খুঁটিনাটি আমরা দেখব।

 



আমার বার্তা/জেএইচ