দশ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে ৫০০ টাকায়
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা গ্রাহককে ৫০০ টাকায় ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেট সেবা দিতে বদ্ধপরিকর। পাশাপাশি ৪০০ টাকায় ৫ এমবিপিএস প্যাকেজ তারা রাখতেই চান না।
এ আগে মে মাসে গ্রাহক পর্যায়ে ৩ ক্যাটাগরিতে ১০০ টাকা কমিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করে বিটিআরসি। যা আজ সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং মাসিক ১ হাজার ১০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার কথা।
নিয়মানুযায়ী নতুন প্যাকেজ গ্রাহককে অফার করতে বিটিআরসি থেকে অনুমোদন নিতে হয়। তবে সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ৪০০ টাকা রেটে নতুন প্যাকেজ অনুমোদনের আবেদনই করেনি আইএসপিগুলো।
তাদের দাবি, ৫০০ টাকার প্রতিটি সংযোগে ১৮৩ টাকা রাজস্ব পায় সরকার। এর সঙ্গে রয়েছে ২৭ শতাংশ করপোরেট কর। সব মিলিয়ে সরকারি সিদ্ধান্ত মানা সম্ভব নয়।
আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রি থেকে ৪০০ টাকার প্যাকেজের অনুমোদন নেব না এবং আমরা ৫ এমবিপিএসের কোনো প্যাকেজ দিতে চাচ্ছি না। আমরা শুরুই করতে চাচ্ছি ১০ এমবিপিএস দিয়ে। যেটার মূল্য থাকবে ৫০০ টাকা।’
তিনি আরও বলেন, ৫ এমবিপিএস গতির সংযোগ অফার করলেই কেবল ৪০০ টাকার প্যাকেজের অনুমোদন নিতে হবে। অন্যথায় প্রয়োজন নেই। কোনো আইএসপি যদি ইচ্ছা প্রকাশ করে ৫ এমবিপিএস দেয়ার জন্য, সে ক্ষেত্রে তার রেট সর্বোচ্চ ৪০০ টাকা হতে হবে। তবে আমরা আবারও রিপিট করছি যে বিটিআরসির অনুমোদন নেব ১০ এমবিপিএস ৫০০ টাকা। সেই আকারেই ব্যান্ডউইথ প্রোভাইড করা হবে। আমাদের একটাই চাওয়া– ৪০০ টাকার প্যাকেজের বাধ্যবাধকতা যেন না থাকে।
এসব বিষয়ে যোগাযোগ করা হলেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিটিআরসি।
আমার বার্তা/এল/এমই