রবির পর এবার ৫জি সেবা চালু করল গ্রামীণফোন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রবি দেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালুর পর এবার প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে ৫জি সেবা চালু করেছে গ্রামীণফোন (জিপি)।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে জিপির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টে সিইও ইয়াসির আজমান এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন সবসময় নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়। গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক থেকে আজ ৫জি সেবা চালু করা হয়েছে, যা মিলবে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে। সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।’

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় ৫জি নেটওয়ার্ক চালু করে রবি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।’

গ্রাহকরা ফোরজির মূল্যেই ফাইভজি ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘তবে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, গ্রাহক যাতে মানসম্মত ফাইভজি সেবা পান তা নিশ্চিত করতে হবে।’

আমার বার্তা/এল/এমই