একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
সন্ত্রাসীরা অবৈধ সিমকার্ড ব্যবহার করে নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ ৭টি।

আমার বার্তা/এল/এমই