বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

আদালতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি সংগৃহীত

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার মহানগর মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।

আগামী ৩ আগস্ট রিমান্ড শেষে তাদের আবার আদালতে হাজির করা হবে।

আসামিপক্ষে আজ আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ, আবু বকর সিদ্দিক ও তানজিম চৌধুরী।

আইনজীবী আবু বকর সিদ্দিক আদেশের বিষয়টি জানান।

আইনজীবী বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে তার নাম নেই।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করে ডিবি পুলিশ।

সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ব্যাপক সহিংস রূপ নেয়। এতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ব্যাপক নাশকতায় ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ইন্ধন দিয়েছে বলে অভিযোগ করছে সরকার। ইতোমধ্যে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ কয়েকশ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


আমার বার্তা/এমই