শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী গ্রেপ্তার

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১০:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও গ্রেপ্তার হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

বুধবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিন জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আবদুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। এ ছাড়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আমার বার্তা/জেএইচ