সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ছাত্র আন্দোলনে বাস চালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন।
এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ২৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আবদুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন আবদুস শহীদ। পরে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পান। ওই আসন থেকে আওয়ামী লীগের হয়ে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আমার বার্তা/এমই