গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
নোবেল বিজয়ী ড. ইউনূসের মালিকানাধী গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও ভাঙচুর করার ঘটনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী এ মামলা দায়ের করেন।
সিএমএম আদালতের বিচারক পার্থ প্রতীম মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে মিরপুরের শাহ আলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রামীণ টেলিকম ভবনে ঢুকে ক্ষতিসাধন ও নথি গায়েবের অভিযোগ আনা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ঢুকে গ্রামীণ পরিবারের আটটি প্রতিষ্ঠান হামলা ও দখলের অভিযোগ আসামিদের বিরুদ্ধে।
আমার বার্তা/জেএইচ