গুম-নির্যাতন

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির করা হলো ট্রাইব্যুনালে

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযুক্ত র‍্যাবের দুই কর্মকর্তা হলেন– সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

এর আগে গত ২৮ নভেম্বর গুম এবং গুমের পর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন ট্রাইব্যুনাল।


আমার বার্তা/জেএইচ