অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপিপন্থী ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ২০০৭ সালের জুলাই মাসে মামুনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করেছেন উচ্চ আদালত।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মামুনের দায়ের করা আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী গণমাধ্যমকে জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

তিনি বলেন, ২০০৭ সালের ২৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন আল মামুন গত বছরের ৬ আগস্ট মুক্তি পাওয়ার পর চারটি মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।

আদালতে মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত।

আমার বার্তা/এমই