পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ ১১ মার্চ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৬:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কনস্টেবল আকরাম হোসেন আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আমরা একদিনের অনুমতি চেয়েছি। আগামী ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে।
বুধবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ পুলিশ সদস্যকে হাজিরের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট একটি নির্মম হত্যাকাণ্ড হয়। তারা একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে নানাভাবে অত্যাচার করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে রাস্তার মাঝখানে নিয়ে যায়। ঠান্ডা মাথায় তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। এরপর আরেকজন পুলিশ সদস্য এসে তাকে টেনে গলির মধ্যে নিয়ে যায়। আজ পর্যন্ত তার স্বজনরা জানে না, লাশ কোথায় আছে।
তিনি বলেন, আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তদন্ত করছে। এই মামলার যারা আসামি, বিশেষ করে আজ যে পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছে। মামলায় আরও একজন আসামি আছেন যিনি পলাতক আছেন। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম পিঠে রাইফেল ঠেকিয়ে সেই বিক্ষোভকারী হৃদয় হোসেনকে গুলি করে। গোটা দুনিয়া এই নির্মম দৃশ্য দেখেছে মিডিয়ার কল্যাণে।
তাজুল ইসলাম বলেন, কনস্টেবল আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইবুনালের কাছে আমরা একদিনের অনুমতি চেয়েছি। আগামী ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে রাইফেল দিয়ে গুলি করার হুকুম কে দিয়েছিল, তার সঙ্গে কারা কারা ছিল, তার হুকুমদাতাদের চিহ্নিত ও তার লাশটি কোথায় নিয়ে ফেলা হয়েছে বা কি করা হয়েছে, সব জানা যাবে।
আমার বার্তা/এমই