প্রতারণার মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন— গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়িদা হোসেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।