সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী।
তালিকায় ড. শাহদীন মালিক, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন।
নতুন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত অন্য ১৫ আইনজীবী হলেন, অ্যাডভোকেট আমিনুল হক,অ্যাডভোকেট আবু রেজা মো. কাইয়ুম খান, ব্যারিস্টার এস এম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মো. রফিকুর ইসলাম, অ্যাডভোকেট অরিবিন্দ কুমার রায়, অ্যাডভোকেট শাহীন আহমেদ, অ্যাডভোকেট মো. সাদউল্লাহ, ব্যারিস্টার রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, ব্যারিস্টার এম. সাকিবুজ্জামান,মো. জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।
আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক এই সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর।
বুধবার (১২ নভেম্বর) তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেইসঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একইসভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।
আমার বার্তা/এমই
