প্রাইভেট কার ব্যবহারের সতর্কতা

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১২:০৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

প্রাইভেট কার ব্যবহার করার ক্ষেত্রে প্রাইভেট কার ব্যবহারের সতর্কতা জেনে রাখা আবশ্যক। এতে করে, আপনার শখের কারটি বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখতে পারবেন। প্রাইভেট কার ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানতে হবে এসব বিষয় নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

কোনো রকম সমস্যা ছাড়াই একটি গাড়ি দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে গাড়ি চালকের বেশ কিছু বিষয় সম্পর্কে জানা থাকতে হবে। এতে করে, গাড়ির স্থায়ী কোনো ক্ষতি হওয়া বা বড় ধরনের সমস্যা হওয়া ছাড়াই গাড়ি চালানো যাবে। প্রাইভেট কারের যত্নে যেসব কাজ করা উচিত সেসব নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রাইভেট কার ব্যবহারের ক্ষেত্রে গাড়ি চালকের বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপদে প্রাইভেট কার চালানোর জন্য এবং রিপেয়ারের পিছনে বেশি টাকা খরচ যেন করতে না হয় এজন্য যেসব বিষয় জানতে হবে সেগুলো নিয়ে নিচে বিস্তারিত জানতে পারবেন।

ব্রেকগুলো পরীক্ষা করতে হবে

নিরাপদে গাড়ি ড্রাইভ করার জন্য গাড়ির ব্রেক ঠিক থাকতে হবে। আপনার প্রাইভেট কার এর ব্রেকগুলো এক বা দুই মাস পর পর পরীক্ষা করে দেখুন সব ঠিক আছে কিনা। কারণ, গাড়ির ব্রেকগুলো ক্ষয় হয়ে থাকে। গাড়ির ব্রেক ক্ষয় হয়ে গেছে কিন্তু আপনি জানেন না, এমতাবস্থায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়া, বেশি দূরত্বে গাড়ি ড্রাইভ করলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ব্রেক পরীক্ষা করতে হবে।

নিয়মিত ইঞ্জিন ওয়েল পরিবর্তন করুন

গাড়ির ইঞ্জিন ওয়েল নিয়মিত পরিবর্তন করতে হবে। সাধারণত ৫ হাজার কিলোমিটার চালানোর পর বা প্রতি তিন মাস পর পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করতে হয়। ইঞ্জিন ওয়েল পরিবর্তন করলে গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সক্ষম হয়। এছাড়াও, ইঞ্জিনের সমস্যা হওয়া থেকেই রক্ষা পাওয়া যায়। ইঞ্জিন ওয়েল পরিবর্তন করার সময় নোংরা তেল এবং ময়লা এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। এগুলোর কারণে ইঞ্জিনের অনেক বড় ক্ষতি হতে পারে। ইঞ্জিন ওয়েল সঠিক সময়ে পরবরতন করার জন্য গাড়ির ম্যানুয়াল পড়ুন।

টায়ার প্রেশার চেক করুন

নিয়মিত গাড়ির টায়ার প্রেশার চেক করা জরুরি। দূরে যাত্রা করার জন্য এবং নিয়মিত নিরাপদে গাড়ি ড্রাইভ করার জন্য গাড়ির টায়ার প্রেশার প্রতিনিয়ত যাচাই করতে হবে। সঠিকভাবে গাড়ির টায়ার প্রেশার চেক করার জন্য কীভাবে টায়ার প্রেশার চেক করতে হয় এটি শিখে নিতে পারেন। টায়ার প্রেশার ঠিক থাকলে গাড়ির টায়ারের যেকোনো ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব।

সবসময় গাড়ি পরিষ্কার রাখুন

প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও গাড়ি পরিষ্কার করার চেষ্টা করুন। শুকনো অবস্থায় গাড়ি পরিষ্কার না করে গাড়ি ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করুন। এতে করে, গাড়ির রঙ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়াও, গাড়ির বিভিন্ন পার্টস ঠিকভাবে কাজ করছে কিনা এগুলো চেক করে নিতে হবে। গাড়ির উইন্ডশিল্ড, গ্লাস, রিয়ার ভিউ আয়না এবং হেডলাইট সবকিছু যাচাই করার পাশাপাশি এগুলো ঠিকভাবে পরিষ্কার করতে হবে। 

ভালো পাম্প থেকে ফুয়েল নিবেন

গাড়িতে নোংরা ফুয়েল যেন প্রবেশ না করে এজন্য গাড়ির ফুয়েল যে ফিলিং স্টেশন থেকে নিবেন, সেখানে জেনে নিবেন তারা তাদের পাম্পে ফিল্টার ব্যবহার করে কিনা। ফিল্টার ব্যবহার না করলে ফুয়েলে ময়লা থাকতে পারে। তাই, অন্য ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিবেন। অনেক স্টেশন ফুয়েল ফিল্টার করেনা। এতে করে গাড়িতে ফুয়েলের সাথে ময়লা ঢুকে ইঞ্জিন এবং ফুয়েল ফিল্টারকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

শেষ কথা

প্রাইভেট কার ব্যবহারের সতর্কতাগুলো মেনে চললে দীর্ঘদিন কারের বড় ধরনের সমস্যা ছাড়াই চালাতে পারবেন। গাড়ি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে এই পোস্টে উল্লিখিত টিপসগুলো অনুসরণ করার চেষ্টা করুন।