আজ বিশ্ব মিতব্যয়িতা দিবস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী।
দিবসটি বিশ্ব সঞ্চয় দিবস নামেও পরিচিত। তবে পূর্বে এটি ওয়ার্ল্ড থ্রিফট ডে নামে পরিচিত ছিল। দিবসটি প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
১৯২৪ খ্রিস্টাব্দে ইটালির মিলানে এ দিবসের ঘোষণা করা হয়। দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিরা প্রথম আন্তর্জাতিক সেভিংস ব্যাংক কংগ্রেসের সম্মেলনের শেষদিনটিকে বিশ্ব সঞ্চয় দিবস হিসেবে বেছে নেন।
 
ইতালির অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা সম্মেলনের শেষদিনে দিবসটি ঘোষণা করেন। ১৯২৫ সালে প্রথম বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয়। এরপর থেকেই নিয়মিত পালিত হচ্ছে দিবসটি।
 
দিবসটি মনে করিয়ে দেয় বর্তমানে যুদ্ধ, আর্থিক মন্দা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ভবিষ্যতের শঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। তাই প্রতিটি মানুষকেই নিজের এবং পরিবারের কথা ভেবে সঞ্চয়ে উৎসাহী হওয়া উচিত।
 
সঞ্চয়ের প্রবণতা বাড়লে শুধু নিজের বা পরিবারের উন্নতি হয় না, এটি একটি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এ কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সঞ্চয় দিবস পালনে বিশেষ জোর দিয়ে থাকে।
 
উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। এ ক্ষেত্রে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 
আমার বার্তা/এল/এমই
 
