ব্যাটারিচালিত রিকশা নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থার নির্দেশ

প্রকাশ : ২০ মে ২০২৪, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

  মো. রাজিব উদ্‌- দৌলা চৌধুরী:

ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন -২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে সিইসির বেতন ১০৫০০০ এবং অন্যান্য কমিশনারদের বেতন ৯৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে সিইসির বেতন বলা ছিল আপিল বিভাগের বিচারপতির সমান বেতন পাবেন। এখন একই সমান রাখা হয়েছে, তবে অংক নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।

বিশেষ ভাতা মূল বেতনের ৫০ শতাংশ হবে। বৈশাখী ভাতা, নিয়ামক ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতোই থাকছে। আগে ইংরেজিতে ছিল এখন বাংলাতে হবে বলে জানান তিনি।

আগামী বছর হতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। প্রতি ২ বছর পর একজন ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হবে। পদক পাওয়া ব্যক্তি ১ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ টাকা পাবেন। এছাড়া তিনি ৫০ গ্রাম ওজনের (চার ভরির বেশি) ১৮ ক্যারেটের স্বর্ণ পদক পাবেন।

এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, প্রতি দুই বছরে এ পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

একটি ক্যাটাগরিতে এ শান্তি পুরস্কার দেওয়া হবে। প্রতি দুই বছরে দেশি বা বিদেশি একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।


আমার বার্তা/এমই