সরকার পতনের কোনো শঙ্কা নেই: গণপূর্ত মন্ত্রী

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ

  বিশেষ প্রতিবেদক:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আন্দোলনটা কোটায় নেই উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতে সরকার পতনের কোন শঙ্কা নেই। কোটা নিয়ে আমাদের (সরকারের) ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নেই, সেটা কোনদিকে গেছে সবাই দেখেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমি আছি। মানুষে মানুষে বৈষম্য আমি চাই না। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন? টোটাল সাট ডাউন, কমপ্লিট সাট ডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে, বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফখরুল, রিজভীরা দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে। আমরা বেশ মজবুত ভাবেই আছি।’

গণপূর্ত মন্ত্রী আরও বলেন, ‘ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনের সঙ্গে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ ইসরায়েলের হাত অনেক লম্বা।’

এ সময় পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই