কারা মহাপরিদর্শককে বদলি, নতুন দায়িত্বে মোতাহের হোসেন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা মহাপরিদর্শক পদ থেকে বদলি করে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

রোববার (১১ আগস্ট) সামরিক সচিব মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তিনি ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন। বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্বও পালন করেন তিনি।

মোতাহের হোসেন বংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেন। এ ছাড়া শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউএনএমআইএসএসে বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব দেন তিনি।


আমার বার্তা/এমই