ছাত্রলীগের হামলা ও নির্যাতনের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও শ্রম উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের হাতে হামলা-নির্যাতনের শিকার ব্যক্তিদের নিপীড়নের বিবরণসহ মামলা করার পরামর্শ দিয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পরামর্শ দেন।

আসিফ মাহমুদ লিখেছেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীর ওপর নির্যাতন ও হামলা করেছে ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধু ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয়, তাহলে কীসের ভিত্তিতে বিচার হবে?

তিনি আরও লিখেছেন, গত ১৬ বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি।

সব শেষে এই উপদেষ্টা লিখেছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারও নাম না দেওয়ার অনুরোধ থাকবে।


আমার বার্তা/এমই