বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।
মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করে দেশটির এমন আগ্রহের কথা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন এবং ডেনমার্কের সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের শিকারদের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার সুনির্দিষ্ট প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে এবং অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই এবং সবুজ পরিবর্তনের উপর বিশেষ ফোকাসসহ একটি বিস্তৃত পরিসরে অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরের অপেক্ষায় রয়েছে।
আমার বার্তা/জেএইচ