অভিবাসন ও মানবপাচার বন্ধে দুই দেশ একসঙ্গে কাজ করা উচিত
লিবিয়ার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৮:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইউরোপসহ বিভিন্ন দেশের অবৈধ মানবপাচারে লিবিয়াকে ব্যবহার করছে মানবপাচারকারীরা। অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। আমরা মানবপাচারকে সমর্থন করি না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। এটি বন্ধ করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত।
রোববার (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব এস এম সালিমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত সালিমান লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মী বাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, দেশে বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি।
বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, দেশটিতে চলমান সংস্কারের সমাধান হলে দ্রুত বিষয়টি সমাধান হবে।
প্রধান উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্যও রাষ্ট্রদূতকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কিনা তাও জানতে চান।
রাষ্ট্রদূত সালিমান বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু করার ওপর জোর দেন।
আমার বার্তা/এমই