নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ রূপা হকের
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক। তিনি বলেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দেওয়া দরকার। গত কয়েক বছর বাংলাদেশের খুবই অস্থির সময় কেটেছে। স্থিতিশীলতা ফেরানোর দিকে এখন মনযোগ দিতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় রূপ হক বলেন, বাংলাদেশে খুব বেশি আসার সুযোগ পাইনি। গতবার যখন আসি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন সব জায়গায় দেখতাম দুটো ছবি। একটি শেখ মুজিবের, আরেকটি শেখ হাসিনার।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই-আগস্টে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আবু সাঈদের কথা শুনেছি। তাদের মতো শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। এগুলো শুধু অপরাধই নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ।
তিনি আরও বলেন, বাংলাদেশ উদীয়মান দেশ। যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট্ট দেশ। কিন্তু এখানে কর্মক্ষম তরুণ জনশক্তি আছে। তাদেরকে রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে।
আমার বার্তা/এমই