জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকটের বড় অগ্রগতি আসতে পারে
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন। আর এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে।
বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি জানান, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বেশ উন্নতি হয়েছে।
ব্রিফিং উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী ফ্রিজ সচিব ফয়েজ আহম্মদ, সহকারী সচিব সুচিস্মিতা তিথি।
আমার বার্তা/এমই