যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ : শফিকুল আলম

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অচলাবস্থা নিরসনে এবং একটি উইন-উইন চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব পোস্টে লিখেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও সেই দলে রয়েছেন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর এই ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ইতোমধ্যে মার্কিন প্রতিপক্ষের সঙ্গে প্রতিনিধিদলটি কয়েক দফা আলোচনা সম্পন্ন করেছে। ৯ জুলাই আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

ফেসবুক পোস্টে আরও লিখেন, ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি ফলপ্রসূ শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।


আমার বার্তা/জেএইচ