ই-পেপার শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মানবাধিকার সুরক্ষা-উন্নয়নে সহায়তা দিতেই মানবাধিকার মিশন চালু

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৫, ১৫:১৯
আপডেট  : ১৯ জুলাই ২০২৫, ১৫:২১

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার মিশনের দপ্তর চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই পক্ষ। শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া। যার মাধ্যমে তাদের সক্ষমতার উন্নয়ন, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর লক্ষ্য।

প্রেস উইং জানায়, এই উদ্যোগ বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা স্বীকার করি, বাংলাদেশে কতিপয় গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর ভাবাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গঠিত সমাজ। আমরা নাগরিকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়েছি, যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্ব যেন এসব মূল্যবোধের প্রতি সম্মান দেখায়। সেই কারণে (ওএইচসিএইচআর)-এর এই মিশন মূলত গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকার—যেমন পূর্ববর্তী সরকারের দ্বারা সংঘটিত অপরাধগুলো—নিশ্চিত করার ওপর কেন্দ্রীভূত থাকবে। এটি এমন কোনো সামাজিক এজেন্ডা প্রচারে ব্যবহৃত হবে না যা দেশের প্রথাগত আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে পড়ে।

এতে আরও বলা হয়, আমরা আশা করি, এই মিশন সর্বদা স্বচ্ছতা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পূর্ণ সম্মান জানিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার জাতীয় স্বার্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হলে নিজ সিদ্ধান্তে সমঝোতা থেকে সরে আসার সার্বভৌম কর্তৃত্ব সংরক্ষণ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, যদি এমন একটি কার্যালয় পূর্ববর্তী প্রশাসনের সময়ে বিদ্যমান থাকত, যখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জনসমক্ষে গণহত্যা অবাধে সংঘটিত হয়েছিল, তাহলে অনেক অপরাধই যথাযথভাবে তদন্ত, নথিভুক্ত এবং বিচার প্রাপ্ত হতে পারত। আজকের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি অবশ্যই আদর্শ নয়, ন্যায়বিচারের ওপর ভিত্তি করে হতে হবে।

সরকার এই অংশীদারিত্বকে বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং আমাদের নাগরিকদের সুরক্ষা বাড়ানোর একটি সুযোগ হিসেবে বিবেচনা করছে—যা আমাদের মূল্যবোধ দ্বারা পরিচালিত, আমাদের আইন দ্বারা গঠিত এবং আমাদের জনগণের কাছে জবাবদিহিবদ্ধ থাকবে।

আমার বার্তা/এমই

তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই বিমানবন্দর পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলতঃ বিমানবন্দর পরিদর্শন করেছেন বলে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে পার্বত্য উপদেষ্টা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার

প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়

আত্রাই নওদুলী বাজারে দুই ভাই স-মিল এন্ড ফার্নিচার মার্ট মিলে এ আগুন

খুলনায় ‘হাতে বানানো মদ’ বিষাক্ত খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

নির্বাচনের তারিখ ছাড়াই পিআর দাবিতে সমাবেশ: সালাহউদ্দিন

যারা ভোট চান না, তাদের রাজনীতি করার দরকার নেই: আমীর খসরু

বাংলাদেশে আসতে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান

২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

পুরানো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না: জামায়াত আমির

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি

মেধার ভিত্তিতে তেলেগুদের চাকরি দেওয়া আহবান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

বর্ধিত ঢাকা পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪৫ লাখ মানুষ সুপেয় পানির সুবিধা পাবে

আগামীতে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: শফিকুর রহমান

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতা-কর্মীদের

আ.লীগ প্রতিষ্ঠা থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে: গোবিন্দ

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান