সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বরগুনা জেলা পুলিশ ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাত ১১টার পর ‘দে, চল চল’ বলে বরগুনার সার্কিট হাউস মাঠে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভ পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে বরগুনা জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাস বলেন, ‘দেশে এ ধরনের কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক হতে হবে, যাতে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। ঘটনাটি দুঃখজনক। এ ঘটনা যারা ঘটিয়েছেড, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ‘স্মৃতিস্তম্ভটি গণপূর্ত বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। নির্মাণের পরপরই এটিকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য গণপূর্ত বিভাগকে তাগাদা দেওয়া হয়। কিন্তু তারা এটি করতে পারেনি। তাই এখন জরুরি ভিত্তিতে শহীদ স্মৃতিস্তম্ভটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’
আমার বার্তা/এল/এমই
