১৫৯ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসা নিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চারটি দেশে ১৫৯ জনেরও বেশি জুলাই যোদ্ধা চিকিৎসা সুবিধা পেয়েছেন ব‌লে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারের এ তথ‌্য জানান তি‌নি। 

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার সক্রিয়ভাবে স্বাস্থ্য খাতকে দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে একীভূত করেছে। স্বাস্থ্য কর্মীদের জন্য সহযোগিতার বিষয়ে ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে। আমরা নীলফামারীতে একটি রেফারেল হাসপাতাল নির্মাণের জন্য চীনের সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছি, যা ওই  অঞ্চলের জনগণের জন্য ব্যাপকভাবে উপকারী হবে।  

তিনি জানান, আমরা দ্বি-পাক্ষিক ব্যবস্থার মাধ্যমে চারটি দেশে ১৫৯ জনেরও বেশি জুলাই যোদ্ধাকে  চিকিৎসার সুবিধা দিয়েছি। 

বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের জন্য কৌশল- শীর্ষক সেমিনারে আরও বক্তব্য দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।


আমার বার্তা/এমই