নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ নির্মাণ করবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা জানান।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও জানান, অভ্যুত্থানকালে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করা হবে।

সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর সকাল সোয়া ৭টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।


আমার বার্তা/জেএইচ