নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিদায়ী নভেম্বর মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি। দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এই চিত্র তুলে ধরেছে।

সংগঠনের তথ্যমতে, নভেম্বর মাসে সড়কপথে ৫২৬টি দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হন। একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৮.৬৯ শতাংশ। নিহতের ক্ষেত্রে এই হার ৪১.১০ শতাংশ। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত।

সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পুলিশ, ১ জন র‍্যাব, ১ জন সেনা সদস্য, ৫ জন চিকিৎসক ও ১ জন সাংবাদিকের পরিচয় মিলেছে।

দুর্ঘটনায় জড়িত ৭৪৬টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল (৩১.২৩ শতাংশ), এরপর ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি (২০.২৪ শতাংশ) এবং বাস (১৩ শতাংশ)। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪৮.৬৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে গাড়ি চাপায়, ২৫.৪৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং ১৮.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

সংগঠনটির পর্যবেক্ষণে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল ও বেপরোয়া গাড়ি চালানো।

দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তায় রাজনৈতিক অঙ্গীকার, দক্ষ চালক তৈরি, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নিশ্চিতকরণ, মহাসড়কে আলোকসজ্জা ও রোড সাইন স্থাপনসহ ১৩ দফা সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


আমার বার্তা/জেএইচ