শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইনকিলাবমঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ চত্বর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর ‘তুমি কে আমি কে হাদি হাদি’ স্লোগান দিতে দিতে শাহবাগ চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। এসময় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরে জমিনে দেখা যায়, পবিত্র জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ জড়ো হয় ছাত্র জনতা। এসময় তারা শাহবাগ অবরোধ করে স্লোগান দিতে থাকেন।‘ তুমি কে আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘লীগ ধর ধোলাই কর’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে ডাকসু নেতাকর্মীসহ জুলাই ঐক্য, জুলাই মঞ্চ ও একাধিক সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্র জনতা অংগশগ্রহণ করেছেন। জুম্মার নামাজের পর মিছিল নিয়ে ডাকসু নেতারা শাহবাগ অবরোধ করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ বি জুবায়ের একই সাথে জুলাই ঐক্যেরও সংগঠক।
এসময় ছাত্রজনতা হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান। প্রতিবেদন লেখা অব্দি এখনও শাহবাগ চত্বরে অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান হাদি। জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু যোদ্ধার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেছেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হাদির মরদেহ দেশে পৌঁছাবে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হবে। তবে দাফন কোথায়, সে সিদ্ধান্ত গতকাল মধ্যরাত পর্যন্ত জানা যায়নি।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে জুলাই জজবার প্রাণ, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অকুতোভয় বীর, শহীদ শরিফ ওসমান হাদির মাগফেরাতের জন্য দেশবাসীকে দোয়ার আহবান জানানো হচ্ছে। এবং সহিংসতা পরিহারপূর্বক নিজ নিজ এলাকায় খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবার দাবিতে বিক্ষোভ মিছিল করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমার বার্তা/জেএইচ
