সহিংসতা ও নৈরাজ্যে গভীর উদ্বেগ বাংলাদেশ মহিলা পরিষদের
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদটি বলছে, বর্তমানে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং পরিকল্পিতভাবে সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতাদের হত্যা, দেশের অন্যতম গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির ওপর হামলা ও অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা ও পুড়িয়ে আনন্দ করা, শিশু হত্যা, দেশজুড়ে গুপ্ত খুন, নারীদের ওপর সহিংসতা, বিভিন্ন ধরনের ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং সাইবার বুলিংসহ এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনমনে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ছে। এমন ভীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ।
বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমার বার্তা/এমই
