খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শোক প্রকাশ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এ শোক প্রকাশ করেন।

বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং জনদরদি ও মানবিক রাজনীতিবিদ। তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, আপোষহীন নেতৃত্বগুণ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে তার আমরণ আত্মনিবেদন জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।

তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ সাবেক রাষ্ট্রনায়ককে হারাল, যার শূন্যতা অপূরণীয়। তার আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আমার বার্তা/এল/এমই