টেকনাফে গুলিবিদ্ধ শিশু: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গোলাগুলি এবং এতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্প্রতি টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমার প্রান্ত থেকে ছোড়া গোলার আঘাতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু মারাত্মকভাবে আহত হয়।
রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশের দিকে বিনা প্ররোচনায় গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি দুই দেশের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য বড় অন্তরায়। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যে পরিস্থিতিই বিরাজ করুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের ওপর না পড়ে— তা নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারকে পূর্ণ দায়িত্ব ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তলব শেষে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আমার বার্তা/এমই
