৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় আসনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই তথ্য জানানো হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সৃষ্ট আইনি ও প্রশাসনিক জটিলতা ইতোমধ্যে নিরসন হয়েছে। ফলে কোনো আসন স্থগিত থাকছে না এবং নির্ধারিত ৩০০ আসনেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবের বরাত দিয়ে তিনি আরও জানান, ব্যালট পেপার ছাপানোর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আজ রাত থেকেই ছাপাখানাগুলোতে কাজ শুরু হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। 

 


আমার বার্তা/এমই