রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনের পূর্বে, চলাকালীন ও পরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত ‘হিউম্যান রাইটস প্রায়োরিটিজ অ্যাহেড অব ন্যাশনাল ইলেকশন’ শীর্ষক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নিলেও এর অপব্যবহার অব্যাহত আছে। মানবাধিকার কর্মী নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে মামলা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের কারণে এক ইমামের গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে সংস্থাটি সাইবার নিরাপত্তা অধ্যাদেশের অস্পষ্ট ধারাগুলো সংশোধনের দাবি জানায়।

অ্যামনেস্টি জানায়, ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

এছাড়া গত বছরের জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবেদনে।

ক্ষমতায় এলে রাজনৈতিক দলগুলোর জন্য অ্যামনেস্টির সুপারিশের মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ সংশোধন, দমনমূলক আইনের অপব্যবহার বন্ধ, অতীত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মৃত্যুদণ্ড রহিতকরণের পদক্ষেপ নেওয়া। সংস্থাটি বলেছে, এই বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিবেচনায় নেওয়া প্রতিটি সরকারের সমান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।


আমার বার্তা/এমই