কল্যাণ পার্টি থেকে সাকীবের পদত্যাগ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব থেকে পদত্যাগ করেছেন আব্দুল্লাহ আল হাসান সাকীব।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দলের নির্বাহী কমিটির সভায় তিনি পদত্যাগ পত্র জমা দেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে দ্বিমত পোষণ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন সাকীব।
এ বিষয়ে তিনি বলেন, এমপি হওয়ার পর সৈয়দ ইবরাহিম দলের আদর্শ থেকে সরে এসেছেন। একইসঙ্গে দলে পরিবারতন্ত্র কায়েম করেছেন। এসব কারণে কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছি।
সাকীব বলেন, ইবরাহিম সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ উনাকে বুঝ দান করুন এবং জনগণের মনের ভাষা বুঝার তাওফিক দান করুন। শুধুমাত্র এমপি হওয়া একজন মানুষের লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দল হতে হবে জনগণের কল্যাণ্যের জন্য।
তিনি আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একমত পোষণ করে ইবরাহিম সাহেবের যথেষ্ট হুমকি উপেক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিজেকে পুনরায় শামিল করলাম।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের অংশগ্রহণ করা নিয়ে কল্যাণ পার্টিতে বিভক্তি দেখা দেয়। যদিও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
আমার বার্তা/এমই