ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে: রিজভী
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫২ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক
ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয় বরং শেখ হাসিনার ‘জমিদারি’ ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৭ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ন্যাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রিজভী এ কথা বলেন।
সাংবাদিকদের বিএনপি নেতা রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছিলো, শেখ হাসিনা পালায় না। তারা এখন কোথায়? তাদের এখন কোথাও জায়গা নেই। ভারতে বসে সে কী করছে? যে গণতন্ত্রকামী দেশগুলো আশ্রয় দেয় তারাও শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু তাকে বধুবরণের মত আশ্রয় দিয়েছে ভারত।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনার জমিদারি ফেরত দেয়ার জন্য কি তারা চেষ্টা করছে?
রিজভী বলেন, ভারতের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ নিয়ে তাদের চাওয়াটা কী? তারা কি শেখ হাসিনার শূন্যতা ভুলতে পারছে না? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা, এদেশের মানুষ না। তারা বিশেষ ব্যক্তির সাথে যে যোগাযোগ রাখতে চায় সেটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলবে- এটা তাদের মাথায় রাখা উচিত।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনে কেউ ভয়ে কিছু বলতে পারেনি। তিনি যা বলতেন সেটাই করতে হবে এটাই ছিলো তার অভিপ্রায়। দেশের মানুষকে তারা পেটুয়া বাহিনী দিয়ে নির্যাতন করে গেছেন তখনও নার্সের অ্যাসোসিয়েশন জিয়াউর রহমানের আদর্শে অবিচল ছিলো।
এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তেরও দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, পিলখানা নিয়ে পেনডোরার বাক্স খুলতে শুরু করেছে। আমাদের বর্তমান সরকারের উচিত সকল কিছু পুনঃতদন্ত করে দেখা। পিলখানার ঘটনা ছিলো দুরভিসন্ধিমূলক। এখনো সুষ্ঠু তদন্ত হলে সব ঘটনা বেরিয়ে আসবে।
বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল (অব.) মইন ইউ আহমেদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইন ইউ আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন। তিনি বলেছেন, হত্যাকাণ্ডটি নিয়ে ১৫ বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই। জনগণও জানতে পারেনি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহ নিযে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
রিজভী বলেন, সবার আস্থা থাকবে এমন একটি নির্বাচন কমিশন চায় বিএনপি। গত তিনটি কমিশন নিজেদের শেখ হাসিনার কাছে বিক্রি করে দিয়েছিলো।
আমার বার্তা/জেএইচ