আন্দোলনের প্রথম ধাপ অন্তর্বর্তী সরকার আর দ্বিতীয় ধাপ সুষ্ঠু নির্বাচন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, এ আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন। আর দ্বিতীয় ধাপ হলো-একটি সুষ্ঠু নির্বাচন। যা এখনো আমরা অর্জন করতে পারিনি। শেষ ধাপ হলো- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি কাছে দায়িত্ব হস্তান্তর। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি দল যখন দেশের দায়িত্ব নেবে, তখন আমাদের আন্দোলন সফল হবে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্রজনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডক্টরস অ্যাসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।
ড. আবদুল মঈন খান বলেন, গত ৫ আগস্টের পর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। স্বাধীনভানে কথা বলতে পারছে। এখন অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের মধ্যে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। তাদের মুখোশ উন্মোচন হয়েছে। ভবিষ্যতেও যেন তাদের মুখোশ উন্মোচন থাকে তা খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের দোসররা যেন এ সরকারকে কবজা করতে না পারে। তারা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য মুক্তিকামী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।
সাবেক এ মন্ত্রী বলেন, ছাত্রজনতার আগুনে শুধু স্বৈরাচাররা পরাজিত হয়নি, তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ছাত্রজনতার আন্দোলেনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। '৭১ সালেও স্বাধীনতা যুদ্ধের সময়ও আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল।
এ সময় হাসপাতালের আহত রোগীদের খোঁজ খবর নেন এবং ৫১ জন আহত রোগীকে আর্থিক সহায়তা দেন মঈন খান। এ সময় বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা সেবার সময় আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
আমার বার্তা/এমই