ভারতে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতা কিরণ আটক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজিবির যশোর বঢাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদ আসে সীমান্ত পথে আওয়ামী লীগের নেতা ভারতে পালাচ্ছে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে শিকারপুর সীমান্ত পথে ভারতে পালানোর সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় পাচারকারী পালিয়ে গেলেও আটক করা হয় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি করেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।


আমার বার্তা/জেএইচ