সত্যের সৌন্দর্য হল, ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে: তারেক রহমান
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
সত্যের সৌন্দর্য হল যে, এটি অপ্রচলিতভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয় যে, অবশেষে, ন্যায় এবং ন্যায্যতা জয়ী হয়।
রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’
তারেক রহমান বলেন, ‘আমরা অঙ্গীকারবদ্ধ গণতন্ত্রের উদ্দীপনায়, যা বিশ্বাস, বিশ্বাস ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর বিকশিত হয়। বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেই যাত্রায়, আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।
প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মৃত্যদণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্স) হাইকোর্ট খারিজ করে দেন। অভিযোগ গঠনে ত্রুটির কারণ দেখিয়ে এই রায় দেওয়া হয়।
আমার বার্তা/এমই