সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংস্কার কমিশনের প্রস্তাবের কপি বিএনপির হাতে এসে পৌঁছেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পর্যালোচনা করে এর মতামত দেবেন তারা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে রাজনীতিকদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার আয়োজনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই এই প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কিছু কিছু দল বিভিন্ন কথা বলছে, এমনটা হলে জুলাই বিপ্লবের চেতনা বিনষ্ট হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুর হক নূর বলেছেন, নির্বাচন নিয়ে নানান ধরণের সংকট ও শঙ্কা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন বলেও আশাবাদ তার। অনুষ্ঠানে বিভিন্ন রজনৈতিক দলের নেতারা অংশ নেন।
আমার বার্তা/এমই