বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান মেলেনি ১৩ বছরেও
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সিলেট বিএনপি ও দলের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৩ বছর ধরে ইলিয়াস আলীর ফেরার প্রতীক্ষায় রয়েছি। তার মা, স্ত্রী-সন্তান, স্বজন, বিএনপির নেতাকর্মীসহ সিলেটের আপামর মানুষ তার ফিরে আসার প্রতীক্ষায় আছেন। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ সিলেট, ওসমানীনগর, গোয়ালাবাজার ও বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া এই দিনে সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির উদ্যোগে সিলেটের নগরের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। বাদ আসর সিলেটের ওসমানীনগর এবং গোয়ালাবাজারে মিলাদ ও দোয়া মাহফিল করবে স্থানীয় বিএনপি। এছাড়াও, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
সিলেট বিএনপির একাধিক নেতা বলেন, ২০১১ সালের মধ্যবর্তী সময়ে ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। আঞ্চলিক ইস্যুতে এমন আন্দোলন অতীতে খুব কমই দেখা গেছে। গত ১৩ বছর আগে নিখোঁজ হলেও সিলেটে সব ধরনের নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে ইলিয়াস আলী আলোচনায় ছিলেন, এখনো আছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গত ১৩ বছর ধরে প্রিয় নেতাকে ফিরে পাওয়ার দাবি করা হচ্ছে। অতীতের ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে রাখে। তবে আজও তার সন্ধান মেলেনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা আশা ছাড়িনি। ইলিয়াস আলীর প্রতীক্ষায় আছি। তিনি এমন এক নেতা, যার জন্য প্রাণ দিয়েছেন কর্মীরা।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সেই সময় উপজেলা সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয়। হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন। এ ছাড়া বিএনপি ও ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে। তার নিখোঁজের পর থেকে বিএনপি অভিযোগ করছে তৎকালীন আওয়ামী সরকার তাকে ‘গুম’ করে রেখেছে। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরও তার কোনো খোঁজ মেলেনি।
আমার বার্তা/জেএইচ