আমরা দ্রুত নির্বাচন চাই: জিএম কাদের

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরের কথা বলা হয়েছে হতে পারে, আগে হলেও আপত্তি নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের সমস্যা সমাধানের প্রধান ধাপ, যতো তাড়াতাড়ি সম্ভব এটা করা দরকার।

শনিবার (১৯ এপ্রিল) বনানী কার্যালয়ে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। প্রথম দিন রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগ। দ্বিতীয় দিন ২০ এপ্রিল বর্ধিত সভায় অংশ নেবেন ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ। জাতীয় পার্টির সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। এরপর নির্বাচন কমিশনে একাধিক দফায় আবেদন করে সময় বাড়িয়েছে দলটি। এর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বর বর্ধিত সভার আয়োজন করা হয়।

জিএম কাদের আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আন্তরিক সে বিষয়টি নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা! বর্তমান সরকার তার দলকে নিয়ে কি ভূমিকা নিবে, তা পরিস্কার করা দরকার। এক তরফা নির্বাচন সমস্যা সমাধান আনবে না। এক তরফা নির্বাচন হলে আগের মতোই সমস্যা থেকে যাবে।

এক প্রশ্নের জবাবে বলেন, সংষ্কারের যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এই সংস্কার পরবর্তী সংসদে পাস করতে হবে। সংস্কারের নাম করে নির্বাচন্ পেছানোর জন্য বাহনা করা হচ্ছে। এই সরকার ৬ মাস পরে আর দেশ চালাতে পারবে না। কারণ তাদের হাতে পয়সা থাকবে না।

সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরিফা কাদের প্রমুখ।


আমার বার্তা/এমই