নাতির বয়সী উপদেষ্টাদের কারণে ড. ইউনূসের ভুল হচ্ছে: বগুড়ায় রিজভী

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৯:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নাতির বয়সীদের উপদেষ্টা করার কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কিছু কিছু ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার।

শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন,  নাতি-নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না। মানবিক করিডর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই?

তিনি বলেন, এখন মনে হয় নির্বাচন চাওয়াটাই অপরাধ। উপদেষ্টারা আমাদের শেখায়। আমরা মনে হয় স্কুল-কলেজে পড়ি নাই। উনারাই সব জানেন। আমরা কেন নির্বাচন চাচ্ছি সেজন্য উনারা খুব গোসসা, তাদের খুব অভিমান, তারা খুুব ক্ষুব্ধ।

বিএনপির যুগ্ম মহাসচিব প্রশ্ন রেখে বলেন, তারা বলে— সংস্কার হয়নি এখনই কেন নির্বাচন? আপনারা কে? আপনারা কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন?


আমার বার্তা/এমই