আদর্শিক চেতনার দিক দিয়ে আমরা সবার থেকে আলাদা: শিবির সভাপতি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের কারণে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাঁড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সে আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে।’

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠিতে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এখন আরেক দল মসজিদে আমাদের কুরআনের তালিমেও হামলা করে কয়েক ভাইকে আহত করেছে। তাদের সঙ্গে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার। আদর্শিক চেতনার দিকটা সব দলের মধ্যে নাই। একারণে আমরা সবার থেকে আলাদা।’

সংগঠনের জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুজ্জামান পরিচালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই