সনদের বাইরে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিলে দায়ভার নেবে না বিএনপি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি তার দায়-দায়িত্ব নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক শেষে এমনটা জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা হতে পারে, সরকার সমাধান করবে। কিন্তু এসবের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়। যারা সরকারকে জিম্মি করে কিছু করতে চায়, তাদের ভবিষ্যৎ মনে হয় ভালো হবে না।
এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
