ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি: ইশরাক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংসদে গেলে শেখ হাসিনার বিচারসহ বিএনপি ৩১ দফা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে এই ঘোষণা দেন তিনি।
ইশরাক বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শেখ হাসিনার বিচারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপি’র মনোনীত এই প্রার্থী।
এসময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতোগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।
আমার বার্তা/এল/এমই
