এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সকালে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছিল বিএনপি। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়ার কথা। তবে সকাল পৌনে ১০টা পর্যন্তও এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জানান, সকাল ১০টা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণের অনুমতি চায়নি বা অবগত করেনি।
বিএনপির মিডিয়া সেল বলছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসেনি। কখন আসবে তারও সুনির্দিষ্ট তথ্য নেই।
এয়ার অ্যাম্বুলেন্স কখন পৌঁছাবে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টাইম-শিডিউল চূড়ান্ত হলে জানাবো। এর আগে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।
এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে। অন্যদিকে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আসার শিডিউল চূড়ান্ত হয়নি। তাই আজ খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে ১৪ জন
খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন।
তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
