দীর্ঘ ১৯ বছর পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। বেলা পৌনে ৪টায় তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তার আগমন ঘিরে নয়াপল্টনের দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। ওই কার্যালয়ে এটিই ছিল তার প্রথম আগমন। এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়।

প্রায় ১৭ বছর নির্বাসন জীবন শেষে গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অভূতপূর্ব সমাবেশ হয়। ঢাকার পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন।

দেশে ফেরার পরের দিন শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। হাত নেড়ে জানান কৃতজ্ঞতা। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠ ও দোয়া–মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

জিয়া উদ্যান থেকে বেরিয়ে বিকেল ৫টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। পথজুড়ে ছিল মানুষের ঢল। ভিড়ের মধ্যে রাত ১০টার পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন তারেক রহমান।


আমার বার্তা/এমই