মন্ত্রী হলে হবে, না হলে নয়, নির্বাচন ছাড়ব না: মান্না

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর উত্তরায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেন। এই সময় তিনি স্পষ্ট করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছিয়ে যাবেন না।

মান্না বলেন, “কেউ কেউ আমাকে বলেছে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। আমি বলতে চাই, মন্ত্রী হওয়ার প্রলোভন দিয়ে রাজনীতি বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সদকার মতো বা ভিক্ষার মতো হবে। আমার রাজনীতি চালিয়ে যাওয়াই প্রধান।”

মন্ত্রী পদ দেওয়ার আশ্বাস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “মিথ্যা-সত্য আমি নিশ্চিত নই। আমি শুধু জানাচ্ছি, আমি রাজনীতি করব। রাজনীতি মানে বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন থেকে সরে যাব না। মন্ত্রী হলে হবে, না হলে হবে না, তবে নির্বাচন থেকে সরে যাওয়া সম্ভব নয়।”

এ সময় মান্না জুলাই আন্দোলনের সময় উত্তরার ছাত্র-জনতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। পরে উপস্থিতরা গণভোটে ‘হ্যাঁ’ ও শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করেন।